আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় একারণে যে, প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন ব্যাংক ড্রাফট চাওয়া হয় না, কোনো ঘুষ নেওয়া হয় না, কার্য নির্বাহী পরিষদের কোনো অস্বচ্ছ হস্তক্ষেপ নেই। আমি কৃতজ্ঞ সেই নিয়োগ কর্তৃপক্ষের নিকট যারা আমাকে এই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেছিলেন ২০০১ খ্রি: ১১ সেপ্টেম্বর। হাটি হাটি পা করে আজ ২২ বছরে পদার্পন করেছি। এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি। এখনো শিখছি।
আজকে আমার প্রত্যাশা অত্র বিদ্যালয়ের সুসংগঠিত কার্যনির্বাহী পরিষদের তত্বাবধানে সহকর্মীদের নিয়ে অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া।
প্রধান শিক্ষক